জীবননগরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
জীবননগর প্রতিনিধি, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০১৫ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত কাল সকালে বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জীবননগর থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক কমিশনার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি বজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শ্রী যাদব কুমার প্রামাণিকসহ বিদায়ী শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন শিক্ষক আ.ফ.ম সালাহ উদ্দীন কবির।