Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জেনেভায় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সোনম কাপুর

জেনেভায় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সোনম কাপুর
জেনেভায় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সোনম কাপুর

ধীরে ধীরে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে হারানোর শোক কাটিয়ে উঠছে বলিউড। অবশেষে কাপুর পরিবারও আনন্দে মেতে উঠতে চলেছে সোনম কাপুরের বিয়েকে উপলক্ষ করে। এই তারকার বিয়ের দিন ধার্য হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১১ মে বিয়ের পিঁড়িতে বসছেন অনিল কাপুরের মেয়ে। পাত্র প্রেমিক আনন্দ আহুজা। দীর্ঘদিন ধরে তাদের বিয়ের কথা শোনা গেলেও এবছরই সেটা সম্পন্ন করে ফেলবেন সোনম। বিয়ের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে জেনেভাতে।

বিয়ের ভেন্যু হিসেবে ভারতের উদয়পুর ও জয়পুরকে ভাবা হয়েছিলো প্রথমে। তবে সোনমের পরিবার ঠিক করেছে সুইজারল্যান্ডের জেনেভাতেই সোনম-আনন্দর চার হাত এক করে দেয়া হবে। হিন্দু রীতি মেনেই বিয়ে হবে। অনুষ্ঠান চলবে দুই দিন আগামী ১১ ও ১২ মে।

এরইমধ্যে তৈরি হয়েছে বলিউড থেকে বিয়েতে উপস্থিত থাকতে পারেন এমন তারকাদের বিশাল এক তালিকা। সোনমের বাবা অনিল কাপুর অতিথিদের জন্য ফ্লাইটের টিকিট বুকিংও দিতে শুরু করেছেন। নিজেই অতিথিদের ফোন করে বিয়ের আমন্ত্রণ দিচ্ছেন। মুম্বাই মিরর।

Leave A Reply

Your email address will not be published.