Connecting You with the Truth

জয়পুরহাটের পাঁচবিবিতে ফেন্সিডিলসহ ২ জন আটক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর সুইচ গেট এলাকা থেকে ভারতীয় ৯৩ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা। আটক মাদক ব্যবসায়ীরা হলেন দানেজপুর মহল্লার আলতাফ হোসেনের পুত্র আবু তাহের (৩৪) ও শালাইপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র আকরাম হোসেন (২৫) উভয়ের বাড়ি পাঁচবিবি উপজেলার জয়পুরহাটে।
জয়পুরহাট- ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ ইমতিয়াজ চৌধুরী জানান, শুক্রবার ভোর রাতে পাঁচবিবি উপজেলার রতনপুর সুইস গেট এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ জনকে আটক করা হয়। আটক ব্যাক্তিরা একটি হিরো হোন্ডা যোগে সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল গুলো নিয়ে দেশের অভ্যন্তরে আসছিল। পরে মাদক আইনে তাদেরকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।

Comments
Loading...