Connecting You with the Truth

জয়পুরহাটে ধর্মের অপব্যবহার নারী প্রগতির অন্তরায় শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত


আবু রায়হান, জয়পুরহাটঃ
মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দলোন হেযবুত তওহীদ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ধর্মের
অপব্যবহার নারী প্রগতির অন্তরায় শীর্ষক এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল বিকাল ৪ টায় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পৌর সদরের কেশবপুর গ্রামে অনুষ্ঠিত নারী
সমাবেশে মোছাঃ আয়েশা সিদ্দিকা মৌসুমীর সঞ্চালনায় হেযবুত তওহীদের আক্কেলপুর পৌর ৭ নং ওয়ার্ডের মহিলা
বিষয়ক সম্পাদক মোছাঃ মন্জু আরা এর সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানবতার কল্যাণে
নিবেদিত অরাজনৈতিক আন্দলোন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা মনির
(লিপি)।
এ সময়ে মূখ্য আলোচক তার বক্তব্যে বলেন সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতি, ধর্মব্যবসাসহ
যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে নিঃস্বার্থভাবে মাঠে-ময়দানে আদর্শিক সংগ্রাম করে যাচ্ছে হেযবুত তওহীদ।
হেযবুত তওহীদের এই নিঃস্বার্থ কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে নারীরাও অংশগ্রহণ করছেন। শত বাধা প্রতিবন্ধকতা
সত্ত্বেও নারীদের এই অংশগ্রহণ প্রশংসনীয়। কিন্তু এক শ্রেণির ধর্মব্যবসায়ীরা নারীদেরকে ফতোয়ার চোখ রাঙানি
দেখিয়ে অন্ধত্বের অচলায়তনে আটকে রাখতে চায়। নারীরা যদি এই অচলায়তন ভাঙতে পারে এবং সামাজিক রাষ্ট্রীয়
সকল অঙ্গনে নিজেদের যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণ করতে পারে তাহলেই কেবল প্রকৃত নারীমুক্তি সম্ভব। আজকে
অন্য জাতির নারীরা যখন বৈমানিক হয়, নভোচারী হয়, প্লেন চালায়, সেনাবাহিনীর ক্যাপ্টেন হয়, মেজর জেনারেল হয়, বৈজ্ঞানিক হয়, তখন কোণায় কোণায়, পাড়ায় পাড়ায়, মহল্লায়, মহল্লায় আমাদের নারীদেরকে এই শিক্ষা দেওয়া হয় যে,
সাবধান ঘরের চার দেওয়ালের মধ্যে থাকো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, ঘরের বাইরে যাবা না। ঘরের বাইরে
বের হওয়াই পাপ, তাহলে দুনিয়া তারা শাসন করবে না তো আমরা করব ? ইসলামের নামে এই বিকৃত শিক্ষা কখনই
দাজ্জালীয় সভ্যতার হাত থেকে জাতিকে মুক্ত হতে দিবে না। চিরজীবন তাদের অনুসারী হয়েই থাকতে হবে। উক্ত নারী
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ ইসমত আরা
খুশি বলেন শুধু নারী হওয়া ইসলামের দৃষ্টিতে নেতৃত্বলাভের যোগ্যতা অযোগ্যতার মাপকাঠি নয়। পুরুষ যেহেতু
পরিবারের সবাইকে ভরন পোষণ করাচ্ছে, লালন পালন করছে কাজেই তার কথা পরিবারের অন্যান্য সদস্যকে শুনতে হবে, এটা
একটি পারিবারিক শৃঙ্খলা। কিন্তু পারিবারিক জীবনের শৃঙ্খলা সম্পর্কিত এই আয়াতটিকে সামষ্টিক ও রাষ্ট্রীয়
জীবনের সর্বত্র প্রয়োগ করার চেষ্টা করছেন একশ্রেণির আলেম। তাদের এই অপচেষ্টার ফলে নারী সমাজের মধ্যে
নেতৃত্বের গুণাবলী বিকশিত হচ্ছে না, তারা তাদের যোগ্যতার প্রমাণও দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
আজকের বিকৃত ইসলামের ক’পমূন্ডক ধর্মজীবী আলেম মোল্লারা এটা বুঝতে সক্ষম নন যে, একটি পরিবার
পরিচালনার শৃঙ্খলা দিয়ে রাষ্ট্র চলতে পারে না, বা জীবনের অন্যান্য অঙ্গনগুলি চলতে পারে না। তাই জীবনের অন্যান্য
অঙ্গনে যার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা বেশি সে পুরুষই হোক আর নারীই হোক, তাকেই নেতা মনোনীত করা
যাবে।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের প্রকাশনা
সম্পাদক মোছাঃ তাসলিমা আক্তার ও টাঙ্গাঈল জেলা হেযবুত তওহীদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাখদুমা খান
তামান্না।
নারী সমাবেশ শেষে অত্র এলাকার নারীরা হেযবুত তওহীদের এই মহোতী কার্যক্রমের সফলতা ব্যক্ত করে একত্মতা পোষন করেন।

Comments
Loading...