Connecting You with the Truth

ঝিনাইদহে বাড়িতে ডাকাতি, ৭ লক্ষ টাকার মালামাল লুট

download (18)মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে আব্দুর রাজ্জাক মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৩ টার দিতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণলঙ্কার ও নগদ টাকা সহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।

বাড়ির মালিক আব্দুর রাজ্জাক জানান, ভোর ৩ টার দিকে একদল ডাকাত ঘরের বারান্দার গ্রীল ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। মুখোশধারী ডাকাতরা ঘরে ঢুকে তার এক ছেলেকে জিম্মি করে অস্ত্রের মুখে ঘরের আলমারি ভেঙ্গে ১৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, খবর পেয়ে পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে

Comments