Connecting You with the Truth

টাঙ্গাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৪

trak
টাঙ্গাইলের কালিহাতিতে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার যোকারচর এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সিমেন্ট ভর্তি ট্রাক ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেত‍ু মহাসড়কের যোকারচর এলাকায় পৌঁছলে সামনের চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলে চারজন নিহত হন।

Comments
Loading...