ঠাকুরগাঁও ঢোলারহাট ইউনিয়নে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বাদল, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে ১০০ পরিবারের মাঝে চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে।
০১ এপ্রিল (বুধবার) ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সহযোগিতায় ১০০ টি পরিবারের মাঝে সরকারি তহবিল থেকে প্রতি পরিবারের মাঝে চাল, ডাল, আলু বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং করোনা প্রতিরোধে সকলকে সচেতন করেন। পরবর্তীতে আরও সহোযোগীতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অজিত রায়, সাধারন সম্পাদক লুৎফর রহমান, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগন।