Connecting You with the Truth

ডিসিসি নির্বাচন: উত্তরের প্রার্থীদের সঙ্গে সিইসির মতবিনিময়

download (1) নিজস্ব প্রতিনিধি:   সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ কথা জানিয়েছেন।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বেলা ১১টায় এই সংলাপের আয়োজন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, জাভেদ আলী, আবদুল মোবারক এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী আনিসুল হক, তাবিথ আউয়াল, জোনায়েদ সাকি, মাহি বি চৌধুরী এবং কাউন্সিলর প্রার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন। সংলাপে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নানা সমস্যা এবং সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
এ সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘নির্বাচনের আগে অবৈধ অস্ত্রের ব্যাপারে অভিযান চালানো হয় এবং বৈধ অস্ত্রগুলো থানায় জমা রাখা হয়- এবারও নির্বাচনের আগে যেন এ দু’টি বিষয় নিশ্চিত করা হয়।’

তাবিথ আউয়ালের বিষয়গুলো সমর্থন করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেন,’প্রত্যেকেই চায় নির্বাচনে সবার জন্যই যেন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়, আমিও এসব দাবির প্রতি সমর্থন দিচ্ছি। নির্বাচনের আগে এ ব্যাপারগুলো যেন নিশ্চিত করা হয়।’

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। প্রচারণার শুরু থেকেই অধিকসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। আরও ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করা হবে, যেন আচরণবিধি লঙ্ঘন করা না হয়।’

আগামীকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।

Comments
Loading...