Connecting You with the Truth

ডিসিসি নির্বাচন- প্রার্থী ঘোষণা করলেন নাজমুল হুদা

najmul hudaস্টাফ রিপোর্টার:

আসন্ন ঢাকা (উত্তর-দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছেন ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন জোট বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ)। এ জোট থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে ন্যাশনাল কংগ্রেসের চেয়ারম্যান শেখ শহিদুজ্জামানকে এবং দক্ষিণের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি ও বাংলাদেশ মানবাধিকার পার্টির (বিএমপি) মহাসচিব আবু হামিদুর রেজা খান ভাসানীকে।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা
দেন বিএমপি সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাজমুল হুদা বলেন, “আমি আন্তরিকভাবে আহ্বান করছি আপনি সিটি নির্বাচনে দলীয় প্রার্থী দিন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে না গিয়ে ভুল করেছেন। নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন নিয়ে কথা বলা যৌক্তিক নয়।” নাজমুল হুদা বলেন, “আপনি (খালেদা জিয়া) যদি সংসদ নির্বাচনে অংশ নিতেন তাহলে হয়তো জনগণের জনপ্রিয়তায় জয়ী হতে পারতেন। নির্বাচনে না গিয়ে আপনি ভুল করেছেন। তাই আমি বলবো আপনার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিটি নির্বাচনে অংশগ্রহণ করুন।” নাজমুল হুদার বাংলাদেশ মানবাধিকার পার্টিসহ (বিএমপি) ২৯টি দল নিয়ে গঠিত বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) থেকে ঢাকা সিটি করপোরেশনে দু’জন প্রার্থীকে সমর্থন দেওয়া হয়। এ সময় নাজমুল হুদা বলেন, “আমাদের এ জোট ২০ দলীয় জোট ও ১৪ দলীয় জোটের মতো নামসর্বস্ব জোট নয়। এটি একটি বৃহত্তর জোট। প্রতিটি দলেরই আলাদা আলাদা পরিচয় রয়েছে। এই জোটের অনেক দল আছে যারা ১৯১৪ সালের দিকে গঠিত হয়েছে।” এটিই এখন সবচাইতে বড় রাজনৈতিক জোট বলে দাবি করেন নাজমুল হুদা।

Comments
Loading...