Connecting You with the Truth

ডেঙ্গু প্রতিরোধে মনোয়ারা আনোয়ারা ম্যাটস্’র র‌্যালি ও লিফলেট বিতরণ

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি: বর্তমানে ডেঙ্গু সারাদেশে মহামারীর আকার ধারণ করছে। প্রতিদিন কোন না কোন জেলায় আক্রান্ত রোগীর মৃত্যুর খবর শোনা যায়। তবে এতে আতংকিত না হয়ে প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে।
“এডিস মশা থেকে নিরাপদ থাকুন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করুন” এই প্রতিপাদ্যে মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের স্বনামধণ্য প্রতিষ্ঠান মনোয়ারা আনোয়ারা ম্যাটস্ ও নার্সিং ইনস্টিটিউট আনোয়ারা মেডিকেল ইনস্টিটিউটের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরন করা হয়। সচেতনতামুলক কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
এ সময় মনোয়ারা আনোয়ারা ম্যাটস্ ও নার্সিং ইনস্টিটিউট, আনোয়ারা মেডিকেল ইনস্টিটিউট এর অধ্যক্ষ খোদেজা বেগম, প্রশাসনিক কর্মকর্তা আফিয়া আখতার, ইন্সটিটিউটের কর্মকর্তা-কর্মচারী ও চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Comments
Loading...