ঢাকা বারে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়
বিডিপি ডেস্ক: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। ২৭টি পদের মধ্যে সভাপতি-সেক্রেটারিসহ ২১টিতে জয় পেয়েছে সাদা প্যানেল। শনিবার ভোর ৬টায় বারের প্রধান নির্বাচন কমিশনার মো. শাহআলম খান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুয়ায়ী ঢাকা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থী মো. সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মো. আয়ুবুর রহমান।
আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সম্পাদকীয় ১২টি পদের মধ্যে ৯টিতে ও কার্যকরী পরিষদ সদস্যের ১৫টি পদের মধ্যে ১২টিতে বিজয়ী হয়। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেল সম্পাদকীয় পদে ট্রেজারারসহ ৩টি ও কার্যকরী পরিষদ সদস্যের ৩টি পদে বিজয়ী হয়।
২৪ ও ২৫ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়।