Connecting You with the Truth

তিন-চার দিনের মধ্যে রাজন হত্যার চার্জশিট :আইনমন্ত্রী

ঢাকা : সিলেটে শিশ‍ু সামিউল আলম রাজন হত্যা মামলার অভিযোগপত্র আগামী তিন/চার দিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  বৃহস্পতিবার সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তড়িৎ গতিতে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে এ মামলা গুরুত্ব দিয়ে দেখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি জানিয়েছেন তিন/চার দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।

গত ৮ জুলাই সকালে চুরির অপবাদ দিয়ে পৈশাচিক নির্যাতন চালিয়ে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনকে হত্যা করা হয়। শিশু রাজনকে পেটানোর ভিডিও ফুটেজ ধারণ করে নির্যাতনকারীরাই ইন্টারনেটে ছড়িয়ে দেন। ২৮ মিনিটের ওই ভিডিওচিত্র দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি করে।

Comments