Connecting You with the Truth

দলীয় ভোটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

australiaআন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট দলীয় ভোটের হেরে গিয়েছেন। ফলে তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হচ্ছে। সোমবার দলীয় ভোটাভুটিতে টনি অ্যাবট তারই অধীনে দায়িত্ব পালন করা মন্ত্রী ম্যালকম টার্নবুলের কাছে হেরে যান। সাম্প্রতিক জনমত জরিপে অ্যাবটের সমর্থন ছিল দুর্বল।  ভোটাভুটিতে টনি অ্যাবট পান ৪৪ ভোট আর ম্যালকম পান ৫৪ ভোট।

টনি অ্যাবট গর্ভনর জেনারেলের কাছে পদত্যাগ করার পর ম্যালকম দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন বলে আশা করা হচ্ছে।টার্নবুলের দাবি, অ্যাবটের কার্যক্রমে অখুশি জনগণ। সুতরাং তাকে যদি এখনও দলীয় প্রধানের পদে রাখা হয় তাহলে আগামী সাধারণ নির্বাচনে দলের ভরাডুবি হবে।

একই দিন লিবারেল পার্টির উপ-প্রধানের পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ। এর আগে অ্যাবট নির্বাচনের কথা উড়িয়ে দিলেও সোমবার তিনি নিজেই এ ঘোষণা দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে তিনি বলেন, ‘আমি প্রতিদ্বন্দ্বিতা করব এবং আশা করি জয়লাভ করব।’

২০১৩ সাল থেকে টার্নবুল হবেন অস্ট্রেলিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী। ২০১৩ সালের জুনে দলীয় ভোটে প্রতিদ্বন্দ্বী কেভিন রাডের কাছে হেরে ক্ষমাতচ্যুত হন লেবার দলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। এর আগে রাডকে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন গিলার্ড। সূত্র: বিবিসি

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments