দহগ্রামে বঙ্গেরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন
পাটগ্রাম প্রতিনিধি: পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের বঙ্গেরবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিদ্যালয়ের দ্বিতল ভবন উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং লালমনিরহাট ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোতাহার হোসেন এম পি । উদ্বোধন শেষে বঙ্গেরবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । মোঃ কামাল হোসেন প্রধানের সভাপত্বিতে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব নবেজ উদ্দিন আহম্মেদ, জনাব রুহুল আমিন বাবুল চেয়ারম্যান পাটগ্রাম উপজেলা, হাবিবুর রহমান চেয়ারম্যান দহগ্রাম ইউনিয়ন, জনাব আশরাফ আলী সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ, মাহবুল আলম সাধারণ সম্পাদক দহগ্রাম আওয়ামী লীগ । এছাড়া বক্তব্য রাখেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম, সাজেদা আক্তার , রুনা বেগম প্রমূখ, অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জনাব আল হাজ্ব মোতাহার হোসেন এম পি । অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা তুলে ধরার পাশাপাশি দেশের এই চলমান সংকট থেকে উত্তরোনের জন্য জনগনকে ঐক্যবদ্ধ হওয়া এবং মাননীয় প্রধান মন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য আহবান জানান ।