দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ১০
নবাবগঞ্জ সংবাদদাতা, দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গল বার দুপুর ১ টায় জমি দখর করে আমন ধানের চারা রোপনের সময় দুপক্ষের সংঘর্ষে ৯ জন গুরুতর রক্তাক্ত অবস্থায় আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর গ্রামে জমি নিয়ে ওই ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আহসানুল কবির ( শামীম)এর সাথে পুটিহার গ্রামের তার প্রতিপক্ষ ইমদাদুল হকের সাথে জমি সংক্রান্ত ঘটনা নিয়ে বিরোধ চলে আসছিল ।
এক পর্যায়ে গত মঙ্গলবার চেয়ারম্যান পক্ষ দিনাজপুর আদালতে মামলায় হাজিরা দেয়ার জন্য গেলে এ সুযোগ কাজে লাগিয়ে তার প্রতিপক্ষরা বিবাদীয়মান ওই জমিতে দখল করে আমন ধানের চারা রোপন করতে যায়। এক পর্যায়ে মোবাইল ফোনে খবর পেয়ে চেয়ারম্যান পক্ষের লোকজন জমি রোপন কাজে বাধা দিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে চেয়ারম্যান পক্ষের গুরতর আহত হয় পুটিহার গ্রামের মন্তাজ উদ্দিনের পুত্র আলম শাহ (৬০) ফারুক শাহ (৩০) খবির উদ্দিন (৪০) আব্দুর রাজ্জাক (২৮) ,অপর পক্ষের শাল্টিমুরাদপুর গ্রামের বয়েজ উদ্দিনের পুত্র এনামুল হক (৩৫) আনারুল হক (৪০) ফারুকুর জামান (৫৫) শরিফুল ইসলাম (২৮) আজাদ রহমান (৪০) এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে থানা সূত্রে জানা গেছে।