Connect with us

দিনাজপুর

বিরামপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার

Published

on

বিরামপুর সংবাদদাতা, দিনাজপুর :  দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় যৌতুকের দাবিতে গত সোমবার স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগে ওই নারীর স্বামী মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. কামরুল হাসন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় নারীকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ওপরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনায় ওই গৃহবধুর বাবা বাদী হয়ে সোমবার বিকেলে কামরুল হাসান ও তার মা মোছা নুরুন্নাহার বেগমকে বাদী করে বিরামপুর থানায় নারী নির্যাতন আইনে মামলা করেছেন।

স্বামীর নির্যাতনে গুরুতর আহত হয়ে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন অরিন জাহান ওরফে জিতু (২৫)’র শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মশিউর রহমান জানান, ওই গৃহবধুর উপরে অমানুসিক নির্যাতন করা হয়েছে। তাঁর শীরের বিভিন্ন অংশে ১০ থেকে ১৫ টির মত গুরুতর আঘাতের চিহ্ন আছে। খুব সম্ভবত তাঁর ডান হাত ভেঙ্গে গেছে। গলায় কালশিরা দাগ রয়েছে।

নির্যাতনের শিকার ওই গৃহবধুর পিতা পলি-প্রয়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, গত ২০০৫ সালে কামরুল হাসানের সাথে তাঁর মেয়ের বিয়ে দেন। ৬ বছর বয়সী তাঁদের একটি কণ্যা সন্তান আছে। বিয়ের সময় তিনি জামাইকে ডিসকভার মটরসাইকেল ছাড়াও স্বর্ণালংকারসহ অনেক উঢৌকন দিয়ে বিয়ে দিয়েছেন। কিন্তু বিয়ের এক বছর পর থেকে স্বামী তাঁকে বাবার কাছ থেকে বিরামপুরে জমি কিনে বাড়ি করে দেওয়ার জন্য আরো দশ লাখ টাকা দাবী করেন। রাজী না হওয়ায় কামরুল কারণে অকারণে তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।

মোস্তাফিজুর রহমান আরো জানান, কামরুল নিয়মিত নেশা করেন। নিষেধ করলেই অত্যাচারের মাত্রা দ্বিগুন হয়ে যায়। গত রাতে তিনি বাড়ী ফেরেননি। রোববার সকালে বাড়ীতে এলে রাতে কোথায় ছিলেন জানতে চায় তার স্ত্রী। কিন্তু তাঁর ওই প্রশ্নে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা একটি লোহার রড দিয়ে তাঁকে পেটাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় বাড়ীতে ফেলে রেখে বেরিয়ে যান।

এলাকাবাসীর মুঠোফোনে খবর পেয়ে ছুটে এসে ওই মেয়ের মা ও ভাইয়েরা উদ্ধার করে বিরামপুর হাসপাতালে ভর্তি করেন। বর্তমান সভ্য সমাজে যৌতুক ও নারী নির্যাতন বিরোধী দেশব্যাপী এত প্রচারাভিযান কঠোর আউন থাকার পরও একজন স্কুল শিক্ষক কি করে যৌতুকের দাবী করতে পারে এবং স্ত্রীকে এভাবে নির্যাতন করে গুরুতর আহত করতে পারে এ নিয়ে তিনি বিষ্ময় ও হতাশা প্রকাশ করেন।

ডবরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান জানান, প্রতিবেশিদের কাছে খবর পেয়ে পুলিশ নির্যাতনকারী স্বামী কামরুল ইসলামকে পৌরসভার চাঁদপুর মহল্লা থেকে গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে তিনি স্ত্রীকে নির্যাতনের অভিযোগ অকপটে স্বীকার করেছেন। সেই সাথে কামরুলের মাদকাসক্ত থাকারও প্রমাণ পাওয়া গেছে বলে বলে ওসি জানান।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *