দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি-চিত্ত ঘোষ, সা. সম্পাদক- গোলাম নবী
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর প্রেসক্লাবে ১৪২২-১৪২৩ বঙ্গাব্দ দ্বি-বার্ষিক নির্বাচনে পুনরায় চিত্ত ঘোষ সভাপতি ও গোলাম নবী দুলাল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে গত শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ নির্বাচনে চিত্ত ঘোষ (একুশে টিভি/ দৈনিক সংবাদ) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন আহমেদ (ইন্ডিপেন্ডেট টেলিভিশন) ১৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক ( দৈনিক সূর্যোদয়) ৪১ ভোট ও আমিনুল হক পুতুল দৈনিক জনমত) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইদ্রিস আলী (দৈনিক দিনকাল) ২২ ভোট ও মাহফুজুল হক আনার (যমুনা টেলিভিশ/দৈনিক ইনকিলাব) পেয়েছেন ১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলাল (সময় টেলিভিশন/বাংলাদেশ বেতার) ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল হুদা হেলাল (দৈনিক আলোকিত বাংলাদেশ) ১৮ ভোট, একরাম হোসেন তালুকদার (বৈশাখী টেলিভিশন) ১২ ভোট এবং শাহরিয়ার শহীদ মাহবুব হীরু দৈনিক করতোয়া) পেয়েছেন ৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে রতন সিং দৈনিক আমাদের সময় ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোর্শেদুর রহমান (বিডি নিউজ’২৪) ১৬ ভোট ও দেলোয়ার হোসেন ( দৈনিক মুক্ত খবর) ৯ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে আবুল কাশেম (দেশ টিভি) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিকুল ইসলাম ফুলাল (এশিয়ান টেলিভিশন/ দৈনিক আজকের দেশবার্তা) ২০ ভোট ও শামীম রেজা ( দৈনিক জনতা ) ১৬ ভোট পেয়েছেন। সাহিত্য পাঠাগার সম্পাদক পদে কাশী কুমার দাস ঝন্টু (দৈনিক উত্তরবঙ্গ) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজহারুল আজাদ জুয়েল (দৈনিক আজকের দেশবার্তা) ২০ ভোট ও মো. বেলাল উদ্দিন (ইসলামিক টেলিভিশন) ৬ ভোট পেয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত হোসেন (বাংলার চোখ) ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফারুক গজনবী (সাপ্তাহিত দিগন্ত বার্তা) পেয়েছেন ১৬ ভোট। দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম (দৈনিক প্রতিদিন) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রাজ্জাক( দৈনিক পল্লী বার্তা) পেয়েছেন ১৯ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে মুকুল চট্টোপাধ্যায় (মাইটিভি) ৪৭ ভোট, বেলাল উদ্দিন শিকদার (দৈনিক পল্লী বার্তা) ৩৮ ভোট, মোফাচ্ছিলুল মাজেদ (দৈনিক খবর একদিন) ৩৭ ভোট, শাহ আলম শাহী (চ্যানেল আই/ দৈনিক মানবজমিন) ৩৫ ভোট এবং আসাদুল্লাহ সরকার (দৈনিক প্রথম আলো) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইফতেখার আহম্মেদ পান্না (দি ডেইলি নিউনেশন) ৩২ ভোট সুব্রত মজুমদার ডলার ( বাংলা ভিশন) ৩০ ভোট এবং আনিস হোসেন দুলাল (আরটিভি/ দৈনিক প্রতিদিন) ২৮ ভোট পেয়ে পরাজিত হন। এদিকে দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে চিত্ত ঘোষ ও সাধারণ সম্পাদক পদে গোলাম নবী দুলাল পুনরায় নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক অভিনন্দন বার্তায় আগামী ২ বছর প্রেসক্লাবের নব-নির্বাচিত নির্বাহী পরিষদ সাংবাদিকতার পাশাপাশি দিনাজপুরের উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।