Connect with us

দেশজুড়ে

নাসিরনগরে দু’গ্র“পের সংঘর্ষে মহিলাসহ আহত শতাধিক

Published

on

নাসিরনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার ও আইয়ূব আলী সরদারের গোষ্ঠীর মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, পূর্বশত্র“তার জের ধরে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষ গত শুক্রবার বেলা দুই টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। ঘটনাটি ঘটেছে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, চিকন দিঘীর পাড়ের নূরধন মিয়ার ছেলে খোকন মিয়া (২০) উপজেলা চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের চাচাত ভাই দুধমিয়ার ছেলে তার সঙ্গীয় লোকজন নিয়ে পূর্ব বিরোধের জের ধরে খোকনকে মারপিট করে। খোকনের এই ঘটনা জানতে পেরে খোকনের লোকজন চেয়ারম্যানের বাড়ির দিকে এগিয়ে আসলে চেয়ারম্যান মুকুলের লোকজন খোকনের লোকজনের উপর ঝাঁপিয়ে পড়ে। এতে দুই গ্র“পের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত একটানা তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী পুরুষসহ শতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষে আহতদের মাঝে মুমূর্ষু অবস্থায় মো. স্বপন মিয়া (২৫), সোহেল মিয়া (২০)ও দানা মিয়া (৩৮) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে মো. আইয়ূব আলী (৬০) মো. গিয়াস উদ্দিন (৩৫), হান্নান মিয়া (২৬), গোলাপ মিয়া (২৫), কাঞ্চন মিয়া (৫০), পারুল বেগম (৩০), জালাল মিয়া (৩৫), আঞ্জু মিয়া (৬০), মারুফা বেগম (২৫), নাসির মিয়া (৫০), আজিজুল হক (২৫) কে নাসিরনগর সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের উপ-পরিদর্শক মো. ফজলুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১১ রাউন্ড রাবার বুলেট ব্যবহার করে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *