Connecting You with the Truth

দুটি স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম বাদ দেওয়ার নির্দেশ

দুটি স্থাপনা থেকেদুটি স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধী দুজনের নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থাপনা দুটি হচ্ছে খুলনার খান এ সবুর সড়ক ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান মিলনায়তন। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এসব স্থাপনা থেকে তাদের নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আদালত খুলনা মহানগরীর ‘খান-এ-সবুর’ সড়কের নাম বাদ দিয়ে আগের নাম ‘যশোর রোড’ ব্যবহার করতে সিটি করপোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘শাহ আজিজুর রহমান’ মিলনায়তনের নাম বাদ দিয়ে অন্য নাম রাখতে বলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

অধ্যাপক মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবিরের এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ কে রাশেদুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

মুসলিম লীগের নেতা খান-এ-সবুর পাকিস্তান আমলে ছিলেন আইয়ুব খানের মন্ত্রী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে বিচার শুরুর সময় প্রকাশিত ছয়শ স্বাধীনতাবিরোধী অপরাধীর তালিকাতেও তার নাম ছিল। সেই স্বাধীনতাবিরোধী রাজাকারের নামেই পরে যশোর রোডের নাম করণ করা হয়।

বাংলাদেশের খুলনা বিভাগ থেকে কলকাতার দমদম পর্যন্ত এই সড়ক ধরেই একাত্তরে লাখো মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে। তাদের দুর্দশা দেখেই আমেরিকান কবি অ্যালেন গিন্সবার্গ লেখেন তার বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’, যা সে সময় বিশ্বকে নাড়া দেয়।
বাংলাদেশেরপত্র/এডি/আর
Comments