দোয়ারাবাজারে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষিকী পালিত
আশিস রহমান, দোয়াবাজার প্রতিনিধি: দোয়ারাবাজারে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮ তম প্রতিষ্ঠা বাষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা সদরে এক র্যালি শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও শামীম হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান একেএম আছকির মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের সদস্য আব্দুল হান্নান, রফিকুল ইসলাম, আ,লীগ নেতা ডা: আসাম উদ্দিন, মানিক মিয়া, সাবাজ মিয়া, শেখ ফরিদ, উপজেলা ছাত্রলীগ নেতা আইনুল হক, সোহেল মিয়া, সবুজ মিয়া, সেবুল আহমদ, মোশারফ হোসেন, সাদিকুর রহমান, মিয়া হোসেন, মুহিবুর, ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক দেলোয়ার হোসাইন, রুবেল, অসিত দাস, বিনয় দাস, জমশিদ আলী, আলী আহমদ, আলমগীর, জুয়েল, মকদ্দুছ, রাজু, অপু, মমিনুল, খাদিমুল ইসলাম, জাহিদ প্রমুখ।