Connecting You with the Truth

দৌলতপুরে ছেলের হাতে পিতা খুন

দৌলতপুর প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে এনজিও’র ঋণের কিস্তি দেওয়াকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে পিতা লিয়াকত আলী (৫৮) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ধর্মদহ পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আশা এনজিও’র ঋণের কিস্তি দেওয়াকে কেন্দ্র করে পিতা লিয়াকত আলীর সাথে ছেলে এখলাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এখলাস ক্ষিপ্ত হয়ে তার পিতাকে কাঠের বাটাম দিয়ে উপুর্যোপরি পিটেয়ে আহত করে পালিয়ে যায়। প্রতিবেশীরা লিয়াকত আলীকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১০ টার দিকে সে মারা যায়। দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

মান্য ব্যক্তিবর্গ।

Comments
Loading...