Connecting You with the Truth

ধর্মগুরু হত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

shohel news & photo2নিজস্ব প্রতিবেদক, রংপুর:পঞ্চগড় জেলার দেবীগঞ্জের সন্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ মহারাজ যগেশর রায়ের হত্যাকরীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে রংপুর মহানগরীতে বাংলাদেশ জাগ্রত ছাত্র বন্ধু সনাতণী সংঘ। বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ট্রাষ্ট এর ট্রাষ্টি এ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক বাবুসোনা ,আহবায়ক বাসদ কমিটির আহবায়ক আব্দুল কুদ্দুস ,প্রহলাদ চন্দ্র রায়, । এসময় বক্তারা,সম্প্রতিক সময়ে হিন্দু নির্যাতন,সম্পত্তি দখল,বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে উপর হামলার তিব্র নিন্দা এবং আসামীদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।

Leave A Reply

Your email address will not be published.