Connecting You with the Truth

নওগাঁয় ইরি-বোরো ধানে পরিচর্যা ও সেচ প্রদানে ব্যস্ত কৃষকরা

IMG_20160213_142728

ইমরান হোসেন, নওগাঁ: নওগাঁ উত্তরবঙ্গের কৃষিখ্যাতে উন্নতম ও উন্নয়নশীল জেলা হিসাবে ব্যাপক ভাবে পরিচিত। নওগাঁ সদর এবং নিকটতম উপজেলাতে এই বছর ব্যাপকহারে ইরি-বোরো ধান চাষ করছেন কৃষকরা। কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর, নওগাঁ এর বিশেষ সুত্রে জানা যায়, চলতি মৌসুমে ইরি-বোরো ধান চাষ গত বছরের চেয়ে এই বছর বেশি চাষ হয়েছে। আর এই ইরি-বোরো ধান চাষ আধুনিক কলাকৌশলের ও নানা পদ্ধতির মাধ্যমে চাষ করা হয়েছে। ইরি- বোরো ধানের চারা ডিসেম্বর-১৫ ইং এর ২য় সপ্তাহের দিকে রোপণ করা হয়। এখন ইরি- বোরো ধানের চারাতে সেচ ও পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন উক্ত উপজেলার কৃষকরা। নওগাঁ সদর ও নিকটতম উপজেলাতে এই চলতি বছরে হাজার হাজার হেক্টর জমিতে ইরি- বোরো ধান চাষ করছেন কৃষকরা। বিশেষ করে মহাদেবপুর, বদলগাছী, সাপাহার, পোরশা, ধামইরহাট, মান্দা, নিয়ামতপুর, আত্রাই,রাণীনগর এই উপজেগুলোতে ইরি-বোরো ধান চাষ হয়েছে। চলতি মৌসুমে আল্লাহর রহমতে আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকলে ইরি- বোরো ধানে ব্যাপক বাম্পার ফলনেরও সম্ভাবনা রয়েছে। কৃষকরা ইরি- বোরো ধানের চারাতে সার,কিটনাশক, জৈব সার, টিএসপি ইত্যাদ সার প্রয়োগ ও নিয়মিতভাবে পানি দিচ্ছেন।

Comments
Loading...