Connect with us

দেশজুড়ে

বগুড়ায় প্রানের বই মেলার সমাপ্তি আজ

Published

on

bogra boi mela

ইমরান হোসেন, বগুড়া: শেষ প্রান্তে এসে ঠেকেছে বগুড়ার বই মেলা। অনেক আশা ভালবাসা এবং সপ্নের সংমিশ্রণে শেষ প্রান্তে প্রানের বই মেলার। একুশে বই মেলার শেষ মহুত্তে এসেও পাঠক খুজে বেরিয়েছেন নতুন বইয়ের গন্ধ। মেলায় কবি লেখক আর সাংস্কৃতিক কমীদের পদচারনায় প্রাণচাঞ্চল্য বগুড়ার বই মেলা। কিন্তুু সময়ের কাছে বিদায় জানাতে হচ্ছে আজ সোমবার। নতুন এক প্রানের টানেই আজ সোমবার ভাঙছে বই মেলা। মহান শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিন ব্যাপি চলতি বই মেলার রোবিবার ছিল ৯ ম দিন। আজ সোমবার শেষ হচ্ছে বগুড়া বই মেলা। গ্রন্থ মেলায় ২৮ তম দিনে নতুন বই এসেছে ৯২ টি। বই গুলির মধ্যে গল্পের বই ৬ টি, উপন্যাস ৭ টি, প্রবন্ধ ৪ টি,কবিতা ২৯ টি,গবেষণা ৩ টি,শিশুতোষ ৪ টি, জীবনী ১ টি,রচনাবলী ১ টি,মুক্তিযুদ্ধ ৫ টি,নাটক ২ টি,বিঙ্গান ২ টি,ইতিহাস ২ টি এবং স্বাস্থ্য বিষায়ক ৩ টি নতুন বই এসেছে। গ্রন্থমেলায় সমাপনী দিনে বিকাল ৪ টায় মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে নওয়াজেশ আহমেদ ও নাইবুদ্দিন আহমদকে স্মরন শীষক আলোচনা অনুষ্ঠান। এছাড়া সন্ধা ৬ টায় অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। আসকের অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে সমাপনী ভাষন প্রদান করবেন সাংস্কৃতিক বিষায়ক মন্ত্রী আসাদুজ্জামান খান নূর এমপি।

এবারের মেলার নতুন বই
আজ মেলায় নতুন বই এসেছে ৯২টি। এরমধ্যে গল্প-৬টি, উপন্যাস-৭টি, প্রবন্ধ-৪টি, কবিতা-২৯টি, গবেষণা-৩টি, ছড়া-৩টি, শিশুতোষ-৪টি, জীবনী-১টি, রচনাবলী-১টি, মুক্তিযুদ্ধ বিষয়ক ৫টি, নাটক-২টি, বিজ্ঞান-২টি, ইতিহাস-২টি, চিকিৎসা-৩টি, অনুবাদ-২টি, সায়েন্স ফিকশন-২টি এবং অন্যান্য-১৬টি বই। আজ ২২টি বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *