Connecting You with the Truth

নওগাঁয় পহেলা অগ্রহায়ণ-১৪২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা

img_20161115_105339
আল ইমরান,নওগাঁ: এসো মিলি সবে নব্বানের উৎসবে এই শ্লোগানকে বাস্তবায়িত করার লক্ষে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে ১৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় পহেলা অগ্রহায়ণ-১৪২৩ উদযাপন উৎসব উপলক্ষে নওগাঁ সার্কিট হাউস থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয় এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়। নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর ইসলাম, নওগাঁ পুলিশ সুপার মো.মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। এসময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাজেদা ইয়াসমীন, নওগাঁ সরকারি কলেজের প্রাপ্তন অধ্যক্ষ শরিফুল ইসলাম খানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রমুখ। এসময় জেলা ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Comments
Loading...