নওগাঁয় প্রকাশ্যে বিক্রি হচ্ছে বই গাইড
ইমরান হোসেন, নওগাঁ: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রালয় অধিদপ্তরের ঘোষিত ইস্যুতে গাইড নিষিদ্ধ করা হয়। কিন্তু নওগাঁ সদর ও নিটমতম উপজেলায় গাইড নিষিদ্ধকরণ পদক্ষেপ আজও বাস্তবিত হয় নি। সরেজমিনে নওগাঁর কাচাঁরী রোড়ে গিয়ে দেখা যায়, প্রকাশ্যে গাইড বিক্রি করছেন লাইব্রেরীর মালিক ও কর্মচারীগণ। নওগাঁ কাচাঁরী রোড়ে লাইব্রেরী ব্যাঙের ছাতার ন্যায় বিস্তৃতি লাভ করেছে। লাইব্রেরীগুলো হচ্ছে, বাংলাদেশ লাইব্রেরী,বিশ্বপরিচয় লাইব্রেরী,মামুন লাইব্রেরী,গ্রীণ লাইব্রেরী, মুক্তধারা লাইব্রেরী, বই বিচিত্রা লাইব্রেরী,পুথিমেলা লাইব্রেরী,আনন্দমেলা লাইব্রেরী, বইঘর প্লাস লাইব্রেরী, সেবা লাইব্রেরী, সুবচন লাইব্রেরী,জনতা লাইব্রেরী,আদর্শ লাইব্রেরী,নবপুথিঘর লাইব্রেরী, কিশোর লাইব্রেরী,কথাকলি লাইব্রেরী,শাহজালাল লাইব্রেরী, ও শহীদ লাইব্রেরী। গাইড নিষিদ্ধকরণ হবার পরও প্রকাশ্যে গাইড বিক্রি করছেন এই সব লাইব্রেরীর মালিকরা। স্থানীয় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে সু-দৃষ্টি দেওয়া অতীব জরুরি হয়ে পড়েছেন।