Connecting You with the Truth

নবাবগঞ্জে ড্রাম চিমনি ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

snapshot20160106182942KKKKKKKKKKK copy.jpg555এম রুহুল আমিন প্রধান, নবাবগঞ্জ: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বজলুর রশীদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বুধবার উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর (খলিশা পাড়ায়) অবৈধভাবে নির্মিত ড্রাম চিমনি ব্যবহার করে ইটভাটায় ইট ও জ্বালানী হিসাবে খড়ি পোড়ার অপরাধে অভিযান পরিচালনা করেন। এ সময় ফায়ার সার্ভিসের ডিফেন্স কর্মীরা ইট ভাটায় উপস্থিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশেই জ¦লন্ত ইট ভাটায় পানি ছিটিয়ে আগুন নিভানো হয় ও নির্মিত চিমনি টি ফেলে দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও ওই ভাটায় তৈরী করা কাঁচা ইটে পানি দিয়ে ও ট্রাক্টর চালিয়ে নষ্ট করা হয়। এ সময় ভাটা মালিক ও ম্যানেজার পালিয়ে যায়। এলাকা বাসী জানায় ওই মৌজায় বন সংলগ্ন ও কৃষি ৩ ফসলি জমিতে আইন অমান্য করে মোঃ সোহেল রানা ভাটাটি নির্মান করে। ইউপি সদস্য মোঃ আশরাফ আলী জানান ভাটাটি স্থাপন হওয়ার কারনে কৃষি জমি ও কয়লার পরিবর্তে জ্বালানী হিসাবে কাঠ পোড়ায় এলাকায় পরিবেশ দূষন হচ্ছিল।

Comments
Loading...