Connect with us

দেশজুড়ে

বলিপাড়ায় পিসি-জেএসএস সম্মেলন অনুষ্ঠিত

Published

on

Captureথানছি (বান্দরবান)প্রতিনিধি: পার্বত্য চুক্তির শতভাগ বাস্তবায়ন করুন না হয় পূর্বে অবস্থা ফিরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত এবং থানছি উপজেলায় অবস্থানরত সকল জুম্ম জনগণকে প্রস্তুত থাকার জন্য আহবান জানালেন । পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য জুম্ম জনগনের স্বার্থে জন-সংহতি সমিতি ও জুম্ম জনগনের নেতা সন্তুর লারমা ডাকে অসহযোগ আন্দোলন জোরদার করার লক্ষ্যে চলতি মাস থেকে জুম্ম জনগন আন্দোলন অব্যাহত রাখবো বলে শপথ নিলেন নেতা কর্মীরা।বলিপাড়া বাজার প্লাট ফরম এর জন-সংহতি সমিতি ত্রিবার্ষিক সম্মেলনের উপরোক্ত কথা বলেন বক্তারা ।
চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থপন্থী ষড়যন্ত্র প্রতিহত করুন এই শ্লোগান মধ্য দিয়ে মঙ্গলবার এক বিক্ষোভ মিছিলে মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম জন-সংহতি সমিতি ও পাহাড়ী ছাত্র পরিষদ বলিপাড়া ইউপি শাখা ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে । ৫ হাজারে ও বেশী জনসাধারণ স্বতষ্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে জন-সংহতি সমিতি সম্মেলন প্রস্তুতি কমিটি সভাপতি হ্লাসিংঅং মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রুমা উপজেলা চেয়ারম্যান ও বান্দরবান জেলা জন-সংহতি সমিতি সহ-সভাপতি অংথোয়াইচিং মারমা প্রধান অতিথি,থানছি থানা শাখা পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক থুইমংপ্রæ মারমা এর সঞ্চালনের থানছি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জন-সংহতি সমিতি সভাপতি চসাথোয়াই মারমা (পকশৈ),সহ-সভাপতি ম্যানুওয়েল ত্রিপুরা,সাধারণ সম্পাদক মেমংপ্রæ মারমা,যুগ্ন সাধারণ সম্পাদক জন ত্রিপুরা,বান্দরবান জেলা পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অজিত তংচংগ্যা,যুব সমিতি সভাপতি ও সদর ইউপি মেম্বার ক্রাপ্রæঅং মারমা,জন-সংহতি সমিতি থানছি ইউপি শাখা সভাপতি সম্পদ ম্রো, পাহাড়ী ছাত্র পরিষদ থানছি থানা শাখা সভাপতি নুশৈমং মারমা,বলিপাড়া মহিলা আওয়ামী লীগের নেত্রী ও ইউপি সদস্যা ক্রানুচিং মারমা প্রমূখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সম্মেলন শেষে হ্লাসিংঅং মারমা সভাপতি,অংচনু মারমা সাধারণ সম্পাদক,বাহাইমং মারমা সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জন-সংহতি সমিতি ও উক্যনু মারমা সভাপতি,সুকিরণ চাক্মা (কিরণ) সাধারণ সম্পাদক,সুকল্প চাক্মএক সাংগঠনিক সম্পাদক করে ১৫ বিশিষ্ট পাহাড়ী ছাত্র পরিষদ কমিটি গঠন করেন। এবং পৃথকভাবে শপথ বাক্য পাঠ করেন জন-সংহতি সমিতি সাধারণ সম্পাদক মেমংপ্রæ মারমা ও পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক থুইমংপ্রæ মারমা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *