নরসিংদীতে জাতীয় শোক দিবস পালিত
বক্তব্য রাখছেন সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব) মোঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক।
রেজাউল করিম, নরসিংদী: নরসিংদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালনে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আ. লীগসহ সরকারি-বেসরকারি উদ্যেগে সভা, সমাবেশ, কাঙালী ভোজ, মিলাদ মাহফিল, বর্নাট্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট সোমবার জেলার শিবপুর, মনোহরদী, বেলাব, রায়পুরা, পলাশ, নরসিংদী সদর, মধাবদীসহ সরকারি-বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, জনবন্ধু লোকমান হোসেন স্মৃতি সংঘ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালনে নানামুখী কর্মসূচী পালিত হয়েছে। জেলা আওয়ামীলীগ, নরসিংদী পৌরসভা, মাধবদী পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ আওয়ামীলীগের উদ্যেগে আয়োজিত বিভিন্ন শোক দিবসের কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসন থেকে নির্বাচিত এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লেঃ কর্ণেল (অব) মোঃ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। মাধবদী পৌরসভা আওয়ামীলীগের উদ্যেগে এসপি ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় শোক দিবসে কাঙালী ভোজ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ মোশরফ হোসেন প্রধান (মানিক)’র সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ বোরহান উদ্দিন, মোঃ জাকির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, গৌতম ঘোষ, কেষব ঘোষ, মোঃ মনিরুজ্জামান মনির পাঠান প্রমুখ। এদিকে নরসিংদী সরকারি কলেজ, জেলা শহরের এন. কে. এম. হাই স্কুল এন্ড হোমস্, নরসিংদী আইডিয়াল হাই স্কুল, নরসিংদী বালিকা বিদ্যালয়, ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়, সাটিরপাড়া কে.কে. ইনস্টিটিউট, আলীজান জে.এম একাডেমী, নরসিংদী পাইলট হাই স্কুল, নরসিংদী বিয়াম জিলা স্কুল, কারারচর মৌ.তোফা: হো. উচ্চ বিদ্যালয়, ইউএমসি আদর্শ উচ্চ বিদ্যাপিঠ, পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন উপজেলা শিক্ষা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যেগে পৃথকভাবে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত, মিলাদ মাহফিল, বর্নাট্য র্যালি ও কাঙালী ভোজ সহ জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।