Connect with us

দেশজুড়ে

হাতীবান্ধায় জাতীয় শোক দিবস পালিত

Published

on

FB_IMG_1471265104880

জাহাঙ্গীর আলম রিকো: লালমনিরহাটের হাতীবান্ধায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। কর্মসূচীর মধ্যেছিল জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, র‌্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতা। সোমবার সকালে এ উপলক্ষ্যে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালীটির নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু ও ইউএনও মাহবুবুর রহমান। উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, হাতীবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। ইউএনও মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুর রহমান, অধ্যক্ষ সরওয়ার হায়াত খান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রমজান আলী, পিআইও ফেরদৌস আহমেদ ও সিংগিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু প্রমুখ। অপর দিকে উপজেলা পরিষদের দ্বিতীয় তলায় শিক্ষার্থীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । অপর দিকে বিকাল ৩ টায় স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত শাহগরীবুল্যাহ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এক সমাবেশে যোগদেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *