নরসিংদী জেলা আইনজীবী সমিতির বিক্ষোভ মিছিল
নরসিংদী প্রতিনিধি:
সুপ্রিম কোর্টের বিচারপতিগণের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদে অর্পণ করার প্রতিবাদে নরসিংদী জেলা আইনজীবী সমিতির উদ্যোগে গতকাল ২২ সেপ্টেম্বর জজ কোর্ট চত্বরে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে। উক্ত মিছিলে নেতৃত্ব দেন সাবেক আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. বাসেদ ভূঁইয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম মায়া, এ্যাড. হান্নানসহ শতাধিক আইনজীবীরা। বিক্ষোভ মিছিলটি বার লাইব্রেরি থেকে শুরু করে কোর্টের প্রধান গেট হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ঘুরে বার লাইব্রেরি জজ কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশ পরিচালনা করেন এ্যাড. হান্নান এবং বিশেষ বক্তব্য রাখেন এ্যাড. বাসেদ ভূঁইয়া। এ্যাড. বাসেদ ভূঁইয়া তার বক্তব্যে সুপ্রিম কোর্টের বিচারপতিগণের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদে অর্পণ আইনকে কালো আইন বলে আখ্যা দেয়। এই অবৈধ আইনটি বাতিলের প্রতিবাদ জানিয়ে আরো কঠিন কর্মসূচীর হুমকি দিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করেন তিনি।