Connecting You with the Truth

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছে। উত্তরপূর্ব নাইজেরিয়ার গোমবে শহরে দুইটি বাসস্ট্যান্ডে এই হামলা চালানো হয়।

বৃহস্পতিবার ‘‘টাইমস অব ইন্ডিয়া‘‘ অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোমবে শহরে দাদিন কোয়া বাসস্যান্ডে প্রথম হামলাটি চালানো হয়। এর প্রায় ২০ মিনিট পরে দুক্কু এলাকার বাসস্যান্ডে দ্বিতীয় হামলাটি চালানো হয়। দুইটি হামলায় বহু লোক হতাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয় এবং লোকজনের আর্তচিৎকার শোনা যায়। তবে এটি আত্মঘাতী হামলা নাকি হাতবোমা হামলা, তা তারা নিশ্চিত করে বলতে পারেননি। কারণ ওই সময় বিদ্যুৎ সংযোগ ছিল না।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments
Loading...