Connecting You with the Truth

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

timthumbনারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। গত গত রাত ১০টায় (এশিয়ান হাইওয়ে) সড়কের সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকাতে পিকআপ ভ্যান ও বরযাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। পরে আহতদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।
অপর ঘটনায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় নগরীর সামদাইর এলাকায় ট্রাকের চাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সীগঞ্জের গজারিয়া থেকে সনাতন ধর্মাবলম্বী পরিবারের বরযাত্রীবাহী গজারিয়া পরিবহনের একটি বাস মদনপুর-জয়দেবপুর সড়ক দিয়ে রূপগঞ্জের কাঞ্চনে যাচ্ছিল। বাসটিতে ২৫-৩০ জন বরযাত্রী ছিল। বাসটি সোনারগাঁওয়ের নয়াপুরে আসলে মদনপুরগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটি উল্টে যায়।

Comments