Connect with us

জাতীয়

ইউপি নির্বাচন: তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে

Published

on

upবিডিপি ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে ৬১৬টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হচ্ছে ৫৯১ ইউপিতে। এর কারণ হচ্ছে, ২৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সদস্য ও মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হচ্ছে ৬১৪ ইউপিতে। কেননা, দু’টি ইউপিতে সব পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই দুই ইউপির একটি হচ্ছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা, অপরটি একই উপজেলার চরবংশী (উত্তর)। এক্ষেত্রে সব বিজয়ীদের গেজেট ভোটগ্রহণের পরই প্রকাশ করা হবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছে ২ হাজার ৬৭০ জনের মতো। সাধারণ সদস্য পদে রয়েছে প্রায় ২১ হাজার জন। আর সংরক্ষিত সদস্য পদে রয়েছে প্রায় ৬ হাজার ৩০০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ২৫ জন, সাধারণ সদস্য পদে ১৭৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তৃতীয় ধাপের নির্বাচনে ১ কোটি ৯ লাখ ৮০ হাজার ৩৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ছয় হাজারের বেশি ভোটকেন্দ্রে লক্ষাধিক ভোটগ্রহণ কর্মকর্তা ও দুই লাখের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *