নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন না ওবামা
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরকালে তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেখা করবেন না বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। মার্চে নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে ভাষণ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। কংগ্রেস নেতা জন বোয়েনারের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন। হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন কোন দেশে নির্বাচনের কাছাকাছি সময় মার্কিন প্রেসিডেন্ট সে দেশের রাষ্ট্র নায়কদের সঙ্গে দেখা করেন না এটি পুরনো একটি মার্কিন নীতি। ইসরাইলে মার্চ মাসেই নির্বাচন রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়ের সঙ্গে কথা না বলেই ইসরাইলি রাষ্ট্রপ্রধানের যুক্তরাষ্ট্র সফরকে কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের সঙ্গে তুলনা করেছেন রাজনীতি বিশ্লেষকরা। মার্কিন সরকারের সঙ্গে ইসরাইলের সম্পর্ক কিছুদিন যাবত খুব একটা ভালো যাচ্ছে না বলে বিশ্লেষকরা বলছেন।