Connecting You with the Truth

নেত্রকোনায় শ্রমিক নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কে বারহাট্টার বাইশদার নামক স্থানে বৃহস্পতিবার রাতে জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের নেতা সাইফুল ইসলামকে (৩৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার গুজিনপুর গ্রামের রজব আলীর ছেলে। সে পেশায় ট্রাক চালক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সাইফুল ইসলাম বৃহস্পতিবার মোটরসাইকেলে করে কলমাকান্দা যাচ্ছিলেন। জেলার বারহাট্টার বাইশদার নামক স্থানে কয়েক দুর্বৃত্ত মোটরসাইকেল আটকিয়ে তাকে রামদা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
তাকে রাতেই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।

Comments