Connecting You with the Truth

নড়াইলের পল্লীতে যুবকের লাশ উদ্ধার

Lash Uddhar Bangladesherpatro

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের ইতনা গ্রাম এলাকার বিল থেকে ঠান্ডু সরদার (২৯) নামে এক রং মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ । শনিবার (২৩ জানুয়ারি)  দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ঠান্ডুর পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়ার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দক্ষিণপাশের বিলের মধ্যে ঠান্ডুর লাশ পড়ে ছিল। খবর পেয়ে পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঠান্ডু পেশায় রংমিস্ত্রি ছিলেন। সে ইতনা গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কনস্টবল মৃত মকসেদ সরদারের ছেলে। ঠান্ডু কখন বাড়ি থেকে বের হয়েছিল তা কেউই সঠিক বলতে পারেনি। পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে ঠান্ডুর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান জানান, ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠেিনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments
Loading...