Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নড়াইলে ববিতা নির্যাতন মামলার আসামীদের দ্রুত বিচারের দবিতে মানব বন্ধন।

 

Narail-03 (02.06.15)
মঞ্জুরুল আলম, কালিয়া প্রতিনিধি:

নড়াইলের শালবরাত গ্রামে গাছের সঙ্গে বেঁধে গৃহবধু ববিতা মামলার আসামীদের দ্রুত বিচারের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে আজ মঙ্গলবার সকালে আদালত সড়কে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন এ্যডভোকেট রমা রানী, সাংবাদিক কর্তিক দাসসহ বিভিন্ন পেশার মানুষ। পরে পদযাত্রা সহকারে জেলা প্রশাসক আব্দুল গফ্ফার খানের নিকট স্মরকলিপি পেশ করা হয়। স্মরকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, মামলার ৬ নং আসামী আজিজুর রহমান (আরজু) ববিতার বাবার বাড়িতে গিয়ে মামলার বাদি ও স্বক্ষীদের হুমকি দেয়াসহ ববিতার ভাই হদিউজ্জামানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। এ কারণে মামলার বাদি ও স্বক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল নড়াইলে লোহাগড়া উজেলার শালবরাত গ্রামের গৃহবধু ববিতা খানমকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্য়াতন চালানো হয়। এ ঘটনায় নির্য়াতিতা ববিতার মা খাদিজা বেগম বাদি হয়ে স্বমী শফিকুল শেখ, শশুর, শাশুড়ি, দেবর সহ সাতজনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা দয়ের করেন।Narail-04 (02.06.15)

Leave A Reply

Your email address will not be published.