Connecting You with the Truth

পটুয়াখালীতে আইসিটি আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নজরুল ইসলাম,পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলার কর্মরত দুইজন সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার দুমকি উপজেলার কর্মরত সাংবাদিকরা। বেলা ১১ টায় প্রেসক্লাব দুমকি আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট সংলগ্ন এই মানববন্ধন কর্মসুচি চলাকালে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকি’র সভাপতি মো. জসীমউদ্দিন ও সাধারন সম্পাদক মো. মজিবুর রহমান। বক্তরা বলেন, দশমিনায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে একটি দরিদ্র সংখ্যালঘু পরিবারের বৃদ্ধা মহিলাকে হাত-পা বেঁধে নির্যাতনের সংবাদ প্রকাশ করায় দশমিনার স্থানীয় দুই সাংবাদিকের নামে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করা হচ্ছে। তাই অবিলম্বে এই আইসিটি আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা। গত ১৬ মে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিকদার গোলাম মোস্তফা বাদি হয়ে দি এশিয়ান এজ পত্রিকার উপজেলা প্রতিনিধি নিপুন চন্দ্র ও দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জীর নামে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য ও প্রযুক্তি আইনের ২০১৬ এর ৫৭ ধারার একটি মামলা দায়ের হয়েছে। আদালত সাতদিনের মধ্যে যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর পুলিশ মামলাটি পর্যালোচনা শুরু করেছে এবং সঠিক ভাবে পর্যালোচনার জন্য সময় বাড়ানোর আবেদন করে। তবে গত মঙ্গলবার আদালত এক আদেশে ২৪ ঘন্টার মধ্যে মামলাটির এজাহার গ্রহন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

Comments
Loading...