Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পদ্ম অলংঙ্কারে ভূষিত হবেন যারা

04-poddo
বিনোদন ডেস্ক:
বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিতদের সম্মান জানানোর রীতি পৃথিবীর সব দেশেই চালু আছে। নিজেদের পেশার জগতে অতুলনীয় কীর্তি স্থাপন করেন যারা, ভারত সরকার তাদেরকে পদ্ম পুরস্কারে সম্মানীত করেন। আগামী ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্রদিবসের প্রাক্কালে প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে এই বিরল সম্মান। উৎসবের আবহে স্মরণীয় হতে থাকবে সেরার সম্মান। ইতোমধ্যে ঘোষিত হয়ে গিয়েছে এবছরে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। এরমধ্যে বিনোদন জগতে জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন পাচ্ছেন পদ্মবিভূষণ পুরস্কার। প্রয়াত বলিউডের সুপারস্টার দীলিপ কুমারকে দেওয়া হবে মরনোত্তর পদ্মবিভূষণ পুরস্কারের সম্মান। এছাড়া সুপারস্টার রজনীকান্ত, পরিচালক সঞ্জয় লীলা বনশালী,পরিচালক সেলিম খান সহ গীতিকার প্রসুন জোশীকে এই বিশেষ দিনটিতে পদ্ম অলংঙ্কারে ভূষিত করা হবে।

Leave A Reply

Your email address will not be published.