Connecting You with the Truth

পর্তুগালে দাবানলে নিহত ৫৭

পর্তুগালে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জন হয়েছে। নিহতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সরকার জানিয়েছে, বেশিরভাগ মানুষ পেড্রোগাও এলাকা থেকে গাড়ি করে পালানোর সময়ে নিহত হয়েছে। অসংখ্য আহত ব্যক্তিদের মধ্যে অগ্নিনির্বাপক কর্মীরাও রয়েছে। পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তা বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের দেশে সাম্প্রতিক দাবানল সংশ্লিষ্ট সবচেয়ে বড় মারণাত্মক ঘটনা। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রী হোর্হে গোমেস বলেন, নিহত ৩০ জনের মৃতদেহ গাড়ির মধ্যে পাওয়া গেছে আর ১৭টি মৃতদেহ গাড়ির আশেপাশে পাওয়া গেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ৬০০ অগ্নিনির্বাপক কর্মীর অবিরাম চেষ্টা স্বত্ত্বেও দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বিবিসি।

Comments
Loading...