Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পর্নোগ্রাফী বন্ধের দাবিতে রংপুরে নারীমুক্তি কেন্দ্রের সমাবেশ ও স্মারকলিপি পেশ

narimukti-kendra
রংপুর অফিস: ইন্টারনেটে পর্নো ওয়েবসাইট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পর্নো পত্রিকা- সিডি- বই বিক্রি নিষিদ্ধকরণ,অপসংস্কৃতি-অশ্লীলতা- মাদক- জুয়া রোধসহ নাটক – সিনেমা- যাত্রায়- বিজ্ঞাপনে নারীদেহের অশ্লীল উপস্থাপনা বন্ধের দাবিতে বুধবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল-সমাবেশ ও স্মারকলিপি পেশের কর্মসূচি পালিত হয়।
কাচারী বাজার চত্বরে সংগঠনের জেলা দপ্তর সম্পাদক কামরুন্নার খানম শিখার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু, সংগঠনের জেলা সংগঠক নন্দিনী দাস, শাপলা রায়, চন্দনা রায়, লিপি রায় প্রমুখ।
সমাবেশ শেষে জেলা প্রসাশকের মাধ্যমে সংস্কৃতি, তথ্য প্রযুক্তি ও তথ্য মন্ত্রণালয় বরাবর স্মারক লিপি পেশ করা হয়।
বক্তারা অবিলম্বে পর্নোগ্রাফি বন্ধসহ উলে­খিত দাবিসমূহ বাস্তবায়নের দাবি জানান। বিডিপত্র/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.