Connect with us

দেশজুড়ে

নওগাঁয় বৃক্ষ রোপনের ব্যতিক্রম উদ্যোগ তালের বীজ রোপণ

Published

on

আল ইমরান,নওগাঁ: গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে নওগাঁর বদলগাছী উপজেলার মির্জাপুর কে.সি.উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং বিভিন্ন এলাকায় ১৯ অক্টোবর বুধবার সকাল ৯ টায় থেকে প্রায় ৩ হাজার তালের বীজ রোপণ করা হয়। বরেন্দ্রভূমি এর চেয়ারম্যান ড.মো.আকরাম হোসেন চৌধুরীর উদ্যোগে বদলগাছী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ লক্ষ এই তালের বীজ প্রদান করা হয়। এই তালের বীজ রোপণের সময় বদলগাছী উপজেলার যুব অধিদপ্তরের কর্মকর্তা,বরেন্দ্রভূমি এর কর্মকর্তা, মির্জাপুর কে.সি.উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়ামুল বাসির, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা আখতার, কে.সি.উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো.আমজাদ হোসেন,উৎপল কুমার মন্ডল, মো.নজিবর রহমান,সিদ্দিকুর রহমান,ফারজানা আরজু চৌধুরী,সাহিব আলী, উম্মে হাওয়া,রেবা রাণী মন্ডল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানুর আখতার,সাবিহা মোস্তারি,তানজিলা কাদের, আয়েশা সিদ্দিকা,শারমিন সুলতানাসহ কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় আরও উপস্থিত ছিল মির্জাপুর কে.সি.উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা। মির্জাপুর কে.সি.ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা আনন্দের সাথে তালের বীজ রোপণ করে এবং বিদ্যালয়ের শিক্ষকমন্ডলীরা তালের বীজ রোপণে সাহায্য করেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *