Connecting You with the Truth

পলাশবাড়ীর গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত

Rafiqul Islam-HM-Gridharipur-03গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ তে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সদরের গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ১২ মে উপজেলা পরিষদ কার্যালয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ উপজেলা শিক্ষা সপ্তাহ উদ্যাপন কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মামুনুর রশিদ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের হাতে সনদপত্র তুলে দেন। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পরের বছরেই প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে সুনামের সাথে অদ্যবধি কাজ করে যাচ্ছেন রফিকুল ইসলাম। শ্রেষ্ঠত্বের সনদ পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, শুরু থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার শ্রম ও মেধা দিয়ে এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর সহযোগিতা নিয়ে এগিয়ে চলেছি। এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি আমার আকাঙ্খা আরো অনেক বাড়িয়ে দিয়েছে। আমার এখন একটাই লক্ষ্য সকলকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নিয়ে যাওয়া শুধু উপজেলা পর্যায়ে নয় জাতীয় পর্যায়েও।

Comments
Loading...