Connecting You with the Truth

পল্লী মায়ের নজর কেড়েছে বাঁশের তৈরী শহীদ মিনার

sohidminerআনোয়ার হোসেন আকাশ, ঠাকুগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের সীমান্তবর্তী এলাকা কোচল দেহানগর নবীন সংগঠন তৈরী করেছেন বাঁশের শহীদ মিনার। যা পল্লী মায়ের মেঠো পথের মানুষের নজর কেড়েছে। গাঁয়ের আঁকা বাঁকা মেঠো পথ যেখানকার মানুষ একমুঠো খেয়ে বেঁচে থাকা ছাড়া অন্যকোন চিন্তা থাকার কথা নয়। বর্তমান সরকারের ভাষা আন্দোলন, স্বাধীনতা দিবস, বিজয় দিবসের ইতিহাস জাতির কাছে পৌছে দেয়ার নিরলস প্রচেষ্টায় মেঠো পথের মানুষ পাকা শহীদ মিনার না পেয়ে শহীদ আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বাঁশের শহীদ মিনার তৈরী করেছে। স্বড়াম্বরে সেখানে পালিত হল ২১শে ফেব্রুয়ারির কর্মসূচি। বেশ আকর্ষণীয় করে এটি মেরামত করা হয়েছে। ৩০১ আসনের সাংসদ মোছা. সেলিনা জাহান লিটা এটি উদ্বোধন করে এলাকার মানুষের কাছে প্রাঞ্জল করে তুলেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটে এসেছেন শিক্ষক, ছাত্র, চাকুরীজীবিসহ বিভিন্ন পেশার মানুষ। শিশু থেকে আবাল বৃদ্ধ পর্যন্ত সকলের উপস্থিতি ছিল আন্তরিক।
নবীন সংগঠনের সভাপতি মো. কায়সার চৌধুরী জানান, সংগঠনটি জন কল্যাণে কাজ করে যাচ্ছে। এখানে শীত বস্ত্র থেকে শুরু করে বিভিন্নভাবে গরীব অসহায়ের পাশে থাকে। পাকা শহীদ মিনার না থাকায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাঁশের শহীদ মিনার নির্মান করা হয়েছে।

Comments