Connecting You with the Truth

পাকিস্তানের কাছে সামরাস্ত্র বিক্রির প্রস্তাব ইন্দোনেশিয়ার

ind

অনলাইন ডেস্ক: পাকিস্তানের কাছে সমরাস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির স্থানীয় গণমাধ্যমে সম্প্রতি এ খবর প্রকাশিত হয়েছে।
ইন্দোনেশিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা জানায়, রাজনীতি, প্রতিরক্ষা ও আইনবিষয়ক মন্ত্রী ভারিন্তো মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনীর জেনারেল রশিদ মাহমুদের সাথে আলোচনায় বসেন। সেখানেই তিনি এমন প্রস্তাব দেন।
ইন্দোনেশিয়ার রাজনীতি, প্রতিরক্ষা ও আইনবিষয়ক মন্ত্রী ভারিন্তো বলেন, আমরা তাদের কাছে প্রতিরক্ষার সরঞ্জাম বিক্রির প্রস্তাব করেছি। পাকিস্তানের সাথে আমাদের প্রতিরক্ষাবাহিনীর সম্পর্ক অনেক গভীর। জেনারেল রশিদ মাহমুদ সে সম্পর্ক ধরে রাখার এবং তা আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন।
ইন্দোনেশিয়া সফরের সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান গাতোত নুরমান্তোর সাথেও দেখা করেন মাহমুদ। এসময় তারা প্রতিরক্ষায় দু’ দেশের সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন ভৌগলিক-রাজনৈতিক বিষয় এবং দ্বি-পাক্ষিক স্বার্থ নিয়ে আলোচনা করেন।

Comments
Loading...