Connect with us

জাতীয়

টাম্পাকো ও মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

Published

on

Highcort_(2)অনলাইন ডেস্ক: টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটি ও এর মালিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী তিন মাসের জন্য এই আদেশ দেয়া হয়েছে। তবে আদালত বলেছে, শুধু হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও বেতন ভাতা এই অ্যাকাউন্ট থেকে পরিশোধ করতে পারবেন মালিকরা, অন্য কোনো কাজে নয়।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আহ এই আদেশ দেয়। এছাড়া ঐ দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
শ্রম মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও কারখানার মালিকদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর বিস্ফোরণের পর টাম্পাকো ফয়লস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কারখান চারতলা ভনটি ধসে পড়ে। ভবনের নিচে চাপা পড়ে এবং আগুনে পুড়ে মারা যায় ৩৫ জন শ্রমিক। আহত হয় আরো ৩৯ জন। এ ধরনের দূর্ঘটনা রোধে সরকারি সংস্থাগুলোর অবহেলা ও ব্যর্থতার বিষয়টি উল্লেখ করে হাইকোর্টে রিট দায়ের করে বেসরকারি সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট), আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *