এবার পাকিস্তান সীমান্তে ইরানের আক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক: উরি-হামলার প্রতিশোধ নিতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটিগুলিতে আক্রমণ চালায় ভারত। অন্যদিকে এবার পাক সীমান্তে হামলা চালালো ইরান। বুধবার বালুচিস্তান সীমান্তে আঘাত হানে ইরান সেনা। এই আক্রমণ নিয়ে পাকিস্তান সরকার এখন পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি।
তবে বেলুচিস্তানের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান সীমান্তে এদিন তিনটি কামান ছোঁড়া হয়। পাক অধিকৃত পানজুর জেলায় ও পাক সেনা ছাউনির কাছে আছড়ে পড়ে বলে দাবি করা হয়।
পাকিস্তান ও ইরানের মধ্যে প্রায় ৯০০ কিমি সীমান্ত এলাকা রয়েছে। এই ঘটনার পরই ইরান সীমান্তে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করেছে পাক সরকার। এর আগেও দুই দেশের মধ্যে গোলাগুলি চলেছে। জঙ্গিহামলাও চলেছে বারবার।