পাপুয়া নিউগিনিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: পাপুয়া নিউগিনির অদূরে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এই ঘটনায় প্রশান্ত মহাসাগরে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, আজ বুধবার রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে ও প্রায় ৫০০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগর সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সমস্ত তথ্য উপাত্তের ওপর ভিত্তি করে প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামির আশঙ্কা করা হচ্ছে না।
অস্ট্রেলিয়ান আবহাওয়াবিদরা অনুমান করছেন, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৫। এটি পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলীয় নিউ ব্রিটেন এলাকায় আঘাত হানে। সূত্র: এএফপি।