Connect with us

জাতীয়

সময় টিভির টকশোর রেকর্ড দাখিলের নির্দেশ

Published

on

somoy tv talkshow

ডেস্ক রিপোর্ট: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টিভিতে ৩০ আগস্ট সম্প্রচারিত টকশোর অডিও, ভিডিও ও শ্রুতি লিখন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রযোজককে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দপ্তরে এগুলো জমা দিতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ আগস্ট) রাত ১০টায় চ্যানেলটির ‘সম্পাদকীয়’ নামের এই টকশো‘তে আলোচনার বিষয় ছিল ‘যুদ্ধাপরাধের বিচার এবং ‘কাঠগড়ায়’ প্রসিকিউশন’।
আজ বুধবার আপিল বিভাগের কার্যক্রম শুরু হওয়ার পরই (৩১ আগস্ট) অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি আদালতের নজরে আনেন। এরপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতকে অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনাল, এই আদালত ও মীর কাসেম আলীর রায় নিয়ে টকশোতে যেসব আলোচনা হয়েছে, তা আদালত অবমাননাকর কি না খতিয়ে দেখা প্রয়োজন। আদালত টেলিভিশনের নাম জানতে চান। জবাবে অ্যাটর্নি জেনারেল সময় টিভির নাম বললে আদালত এই আদেশ দেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
সময় টিভির ওই টক শোর অতিথি ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ ও জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাসগুপ্ত। সঞ্চালনায় ছিলেন আহমেদ জোবায়ের। সাংবাদিক স্বপন দাশগুপ্ত আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি।
উল্লেখ্য, মঙ্গলবারই মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে মীর কাসেমের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *